Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে গাছের সঙ্গে বাসের ধাক্কা, ৬ জনের মৃত্যু


১৮ মে ২০১৯ ১১:০৪ | আপডেট: ১৮ মে ২০১৯ ১২:১৭

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে, গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শনিবার (১৮ মে)  সকাল ১০ টা দিকে কাকডাঙা এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। নিহতদের মধ্যে বাসচালকসহ ৩ জনের পরিচয় জানা গেছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু জাহিদ সারাবাংলাকে বলেন,একটি যাত্রী বাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাকা লেগে উল্টে গেলে ঘটনাস্থলে ৫ জন ও হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন মারা যান। নিহতদের মধ্যে বাস চালক রুপসার নৈহাটির ফরহাদ (৪৫), যাত্রী বাগেরহাট সদর উপজেলার কোদলার হেকমত আলী বিশ্বাস (৪৫), কয়রার অর্জুনপুর এলাকার কদ্দুস (৪৩)।

এছাড়া নিহত ১ নারীসহ ৩ জনের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতদের লাশ  বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।আহতদের ফকিরহাট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/ওএম/  এনএইচ/জেডএফ 

 

বাগেরহাট সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর