টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা বিক্রেতার মৃত্যু, গুলিবিদ্ধ ৩ পুলিশ
১৮ মে ২০১৯ ১০:৩০ | আপডেট: ১৮ মে ২০১৯ ১১:২৬
কক্সবাজার: টেকনাফের শাহ পরীর দ্বীপে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতা মো. ইব্রাহিমের মৃত্যু হয়েছে। এসময় ‘গোলগুলিতে’ আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন, এসআই দীপক বিশ্বাস, মো. শাকিল ও মো. লিটু।
এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়, অস্ত্র, গুলি ও ইয়াবা। মৃত ইব্রাহিম ওই এলাকার মিস্ত্রি পাড়ার নুরুল আমিন প্রকাশ ভল্লা’র ছেলে।
শনিবার (১৮ মে) ভোরে দ্বীপের পশ্চিম পাড়ের ঝাউ বাগানের কাছে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার বলেন, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মো. ইব্রাহিমকে শুক্রবার আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মিয়ানমার থেকে নৌকা দিয়ে আনা ইয়াবার খোঁজে বের হয় পুলিশ সদস্যরা। পুলিশের দলটি শাহ পরীর দ্বীপের পশ্চিম পাড়ে অবস্থান করা একটি নৌকার কাছাকাছি যেতেই ঝাউবাগান থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করা হয়। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে মো. ইব্রাহিম।
ওসি প্রদীপ কুমার আরও জানান, এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩ টি দেশীয় বন্দুক, ১১ রাউন্ড গুলি ও ৫০ হাজার ইয়াবা।
মাদক বিক্রেতা ইব্রাহিমের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি প্রদীপ কুমার।
সারাবাংলা/ এনএইচ