Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু


১৭ মে ২০১৯ ২২:১৮

ঢাকা: রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে ট্রাকচাপায় আব্দুল্লাহ (১৭) নামে এক কিশোর মারা গেছে।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল্লাহর বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়। তার বাবার নাম আব্দুল দুলাল। মিরপুরের একটি জুতা কারখানায় কাজ করতো সে।

আব্দুল্লাহর সহকর্মী জুনায়েদ জানান, তারা রূপনগরে একটি জুতার কারখানা কাজ করেন। সন্ধ্যার পরে মিরপুর ১ এর কোঅপারেটিভ মার্কেটে যায় তারা কেনাকাটা করতে। সেখান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় গাবতলীগামী একটি ট্রাক আব্দুল্লাহকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পপুলার হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এমএইচ

ট্রাকচাপায় মৃত্যু ঢামেক মিরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর