Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুরাদনগরে অটোরিকশার চাপায় নারীর মৃত্যু


১৭ মে ২০১৯ ১৭:৫২

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে বাজার করতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশার চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (১৭মে) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ডলি আক্তার জেলার দেবীদ্বারের মির্জানগর গ্রামের সায়েব আলী মেইকারের মেয়ে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

মুরাদনগর মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ডলি বাজার করতে কোম্পানীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি আটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় দুই পথযাত্রী আহত হন।

সারাবাংলা/এমএইচ

অটোরিকশা অটোরিকশা চাপায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর