Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইভেটকারে ফেনসিডিল চালান, আটক ২


১৭ মে ২০১৯ ১৭:০৩ | আপডেট: ১৭ মে ২০১৯ ১৭:০৪

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। প্রাইভেটকারে করে ফেনসিডিলগুলো হিলি বন্দর থেকে ঢাকায় আনা হচ্ছিল। এ সময় দুই জনকে আটক করা হয়।

শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার রানীগঞ্জ বাজারের তেলপাম্পে এলাকা থেকে তাদের আটক করা হয়। দিনাজপুরের সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার মৃত চান মিয়োর ছেলে রবিউল ইসলাম ও একই উপজেলার আব্দুর রহিমের ছেলে ইউনুস আলী।

আরও পড়ুন: হিলিতে মাদকদ্রব্য ও মটরসাইকেল সহ দুই জন আটক

পুলিশ সুপার আখিউল ইসলাম জানান, গোপান সংবাদে জানতে পারেন একটি প্রাইভেটকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে হিলি বন্দর থেকে ঢাকার দিকে যাবে। এ খবরে পুলিশের একটি দল উপজেলার রানীগঞ্জ বাজারের তেলপাম্প এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি চালায়। এ সময় একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রে-চ-১১-৯০৫০) তল্লাশি চালিয়ে ৫শ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় জড়িত রবিউল ইসলাম ও ইউনুস আলী নামে দুজনকে আটক করা হয়।

সারাবাংলা/এমএইচ

আটক ২ প্রাইভেটকার জব্দ ফেনসিডিল জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর