Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় ধস মোকাবিলায় রাঙ্গামাটিতে প্রশাসনের সাইনবোর্ড স্থাপন


১৬ মে ২০১৯ ১৮:১৪ | আপডেট: ১৬ মে ২০১৯ ১৮:২৪

রাঙ্গামাটি: পাহাড় ধস ও দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম হিসেবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় সাইনবোর্ড স্থাপন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে শিমুলতলী, রূপনগর, সনাতন পাড়াসহ বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে একটি সভার আয়োজন করা হয়। সভা শেষে এলাকাবাসীর মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয় এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সাইনবোর্ড বসানো হয়।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফি কামাল, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ, স্থানীয় কাউন্সিলর রবি মোহন চাকমাসহ বিভিন্ন রাজনৈতিক নেতাসহ অনেকে।

এ সময় জেলা প্রশাসক বলেন, আসন্ন বর্ষা মৌসুমে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের যাতে কোনও ক্ষয়-ক্ষতি না হয়, সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

সাইনবোর্ড

উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ জুন ভয়াল পাহাড় ধসে রাঙ্গামাটিতে ৫ সেনা সদস্যসহ ১২০ জনের প্রাণহানি ঘটে। এছাড়া ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক।

সারাবাংলা/এমএইচ

রাঙ্গামাটি সাইনবোর্ড

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর