জামিন পেলেন কবি হেনরী স্বপন
১৬ মে ২০১৯ ১৪:২৪ | আপডেট: ১৬ মে ২০১৯ ১৪:৩১
বরিশাল: বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার লেখক ও কবি হেনরী স্বপনকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে তার জামিন মঞ্জুর করেন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহম্মেদ।
কবি হেনরী স্বপনের আইনজীবী অ্যাডভোকেট সুভাস চন্দ্র দাস জানান, আগামী ৩০ জুন মামলার পরবর্তী তারিখ পর্যন্ত কবি হেনরী স্বপনকে জামিন দিয়েছেন আদালত।
আরও পড়ুন: আইসিটি আইনে কবি হেনরী স্বপন কারাগারে
গত মঙ্গলবার (১৪ মে) বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ গ্রেফতার করে হেনরি স্বপনকে। বরিশাল ক্যাথলিক চার্চের ফাদারের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে খ্রীস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়।
হেনরী স্বপন বরিশাল বিশপের চাচাতো ভাই। গত ২/৩ বছর ধরে হেনরি স্বপন তার ফেসবুকে চার্চের কর্মকাণ্ড সম্পর্কে লেখালেখি করে আসছেন।
এর আগে ২০১৫ সালে হেনরী স্বপনসহ মুক্তমনা ৬ জনকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল। ওই ঘটনায় হেনরী স্বপন কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
সারাবাংলা/এমএইচ