Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় সিএনজি চালককে কুপিয়ে হত্যা, আটক ৩


১৬ মে ২০১৯ ১৩:৫৯

নেত্রকোনা: পূর্ব বিরোধের জের ধরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জোবায়ের আলম হাসান (২৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশার চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পুলিশ আবুল কালাম আজাদ, খোকন ও ঝরনা আক্তার নামে তিনজনকে আটক করেছে।

বুধবার (১৫ মে) দিনগত রাত দেড়টার দিকে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মারাত্মক আহত হন নিহতের বাবা রুহুল আমিন, মা কল্পনা আক্তার ও চাচা ফারুক মিয়া।

বিজ্ঞাপন

নিহত সিএনজি চালক জোবায়ের আলম হাসান আলমপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, সিএনজি চালক জোবায়ের আলম হাসান ও একই গ্রামের আবুল কালাম আজাদের সঙ্গে পূর্বশত্রুতা চলে আসছিল। এর জেরে বুধবার রাত দেড়টার দিকে আজাদ তার লোকজন নিয়ে জোবায়েরকে কোপায়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারিরা জোবায়েরের বাবা, মা ও চাচাকেও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জোবায়েরকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি আরও জানান, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

সারাবাংলা/এমএইচ

কুপিয়ে হত্যা সিএনজি চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর