Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু


১৫ মে ২০১৯ ২১:৪১ | আপডেট: ১৫ মে ২০১৯ ২১:৪৬

বগুড়া: বগুড়ায় মালবাহী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে শেরপুর উপজেলার কেল্লাপোষীতে এই দুর্ঘটনা ঘটেছে। শেরপুর থানার পরিদর্শক (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার ভাটারা ইউনিয়নের সেকেলমারিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাজিম (১৮) ও একই গ্রামের আব্দুল মজিদের মেয়ে মরিয়ম (১৬)। সম্পর্কে তারা দু’জন খালাতো ভাই-বোন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ওসি বুলবুল ইসলাম জানান, শেরপুর থেকে মোটরসাইকেল নিয়ে নাজিম ও মরিয়ম নন্দীগ্রাম নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কেল্লাপোষী এলাকায় তারা পৌঁছালে বিপরীতমুখি একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-২৯০৯) তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দু’জনই মারা যান।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ

ভাই-বোনের মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর