চট্টগ্রামে ৩ ‘অস্ত্র বিক্রেতা’ গ্রেফতার
১৫ মে ২০১৯ ১৮:০০ | আপডেট: ১৫ মে ২০১৯ ১৮:০৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর এ কে খান মোড় থেকে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। গ্রেফতার তিনজন পেশাদার অস্ত্র বিক্রেতা বলে জানিয়েছে র্যাব।
বু্ধবার (১৫ মে) দুপুরে নগরীর আকবর শাহ থানার এ কে খান মোড়ে শ্যামলী বাস কাউন্টারের সামনে অস্ত্র বিক্রির জন্য আসার পর তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো.মাশকুর রহমান।
গ্রেফতার তিনজন হল- আবদুর রাজ্জাক (৪৮), মো. ইসহাক (৩২) ও মো. আবু তাহের (৪০)।
এএসপি মাশকুর সারাবাংলাকে জানান, এ কে খান মোড়ে অস্ত্র বিক্রেতাদের ধরার জন্য অভিযানে গেলে র্যাব সদস্যদের দেখে পালানোর চেষ্টা করে তিনজন। এসময় ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়। তাদের কাছে দুইটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি পাওয়া গেছে।
সারাবাংলা/আরডি/এমএইচ