মাদকের চাহিদা বন্ধে কাজ করছি: স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মে ২০১৯ ১৭:২০ | আপডেট: ১৫ মে ২০১৯ ১৭:২২
ঢাকা: মাদকের চাহিদা বন্ধে সরকার কাজ করছে। তাহলে আমাদের বিপুল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী মাদকের ভয়াল থাবার হাত থেকে রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার (১৫ মে) রাজধানীর সেগুন বাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে মাদকবিরোধী নতুন প্রচারাভিযান উদ্বোধনের সময় মন্ত্রী এ কথা বলেন।
মাদকের চাহিদা কমাতে সম্মিলিত পদক্ষেপের অংশ হিসেবে ডিজিটাল ডিভাইস ‘কিয়স্ক’র মাধ্যমে প্রচারাভিযান শুরু করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এলইডি ডিসপ্লে সম্বলিত এই ডিভাইসটি স্থাপন করা হবে। যার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃক নির্মিত মাদক বিরোধী শর্টফিল্ম, টিভিসি, নাটক-নাটিকা, প্রামাণ্যচিত্র প্রচার বা প্রদর্শিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের অভ্যন্তরীন শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের পাশাপাশি জঙ্গিবাদে অর্থায়ন ও মানিলন্ডারিংয়ের সঙ্গে মাদক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাই, মাদকের পাচার রোধে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আর এ যুদ্ধ জয়ের জন্য আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
মন্ত্রী বলেন, ‘মাদকের পাচার বন্ধে আমি মিয়ানমার সরকার প্রধানকে অনুরোধ জানিয়েছিলাম। তারা আমাদের চাহিদা বন্ধের জন্য বলেছে। মাদকের সাপ্লাই-ডিমান্ড কমাতে আমরা নানা ধরনের কাজ করে যাচ্ছি। ডিমান্ড কমানোর প্রক্রিয়ার অংশ হিসেবে কিয়স্কের মাধ্যমে প্রচারাভিযান শুরু করেছি। এ ডিভাইসের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মাদকবিরোধী শর্টফিল্ম, টিভিসি, নাটক-নাটিকা, প্রমান্যচিত্র প্রদর্শন করবে। এছাড়া, মাদক সংক্রান্ত যেকোনো আপডেট তথ্য কেন্দ্রীয়ভাবে সেসব ডিভাইসে ইনপুট দেওয়া যাবে। এর মাধ্যমে ২৪ ঘণ্টাব্যপী সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে পারবে এবং সচেতনতা বাড়বে। মাদকের বিরুদ্ধে যা যা করা প্রয়োজন তার সবকিছুই পর্যায়ক্রমে করা হবে বলেও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামালউদ্দীন আহমেদসহ অনেকে।
সারাবাংলা/ইউজে/জেএএম