Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন মির্জা ফখরুল


১৫ মে ২০১৯ ১৫:৪১ | আপডেট: ১৫ মে ২০১৯ ১৬:০৪

ঢাকা: চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পথে রওনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে রয়েছেন।

বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকা ছাড়েন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন। মূলত হৃদরোগ বিয়ষক জটিলতার জন্য চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি। চিকিৎসার জন্য তিনি ব্যাংককে সপ্তাহখানেক অবস্থান করতে পারেন।

এর আগে, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল। এছাড়া গত বছরের ৩ জুন তিনি ব্যাংকক গিয়েছিলেন।

সারাবাংলা/এজেড/টিআর

ব্যাংকক মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর