Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুদের মধ্যে বিরোধের জেরে কলেজছাত্র খুন, আটক ৮


১৫ মে ২০১৯ ১৪:৪৯

সংগৃহীত ও প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে সহপাঠি ও বন্ধুদের দুই পক্ষের বিরোধের জের ধরে পিটুনি ও ছুরিকাঘাতে যোবায়ের নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় গুরতর আহত হয়েছে আরো একজন।

মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ১২টার দিকে চৌমুহনীর আলীপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত যোবায়ের নোয়াখালী সরকারি কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র। সে সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখিল গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

যোবায়েরর বাবা ও ছোট ভাই যুবরাজের দাবী মাদক সেবনে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় মোট আটজনকে আটক করেছে পুলিশ। এরা হলেন মিরওয়ারিশপুর এলাকার আবিদ হোসেন, তার সহযোগি ফাহিম, আশ্রাফ, জনি। এছাড়া আটক বাকি চারজনের নাম ও পরিচয় জানা যায়নি।

বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ জানান, নিহত যোবায়ের হত্যার ঘটনার সঙ্গে জড়িতরা একে অপরের বন্ধু ও সহপাঠি। কিন্তু কিছু বিষয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে ঘটনাস্থলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। এক পর্যায়ে, যোবায়েরকে ছুরিকাঘাত করা হয়।

পরে, তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান শেখ বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে দুই জন ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরো ছয় জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

সারাবাংলা/এসএমএন

কলেজছাত্র খুন নোয়াখালী সরকারি কলেজ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর