শিপ ইয়ার্ডে আগুনে একজনের মৃত্যু, আহত ৫
১৫ মে ২০১৯ ১২:২৬ | আপডেট: ১৫ মে ২০১৯ ১৩:০০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে আগুন লেগেছে। আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন।
বুধবার (১৫ মে) সকালে উপজেলার বারো আউলিয়া এলাকার প্রিমিয়ার ট্রেড করপোরেশন নামে একটি শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার সময় পরিত্যক্ত জাহাজটির ইঞ্জিনের পাশের রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ ছয় জনকে হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, আহত ছয় জনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
আহত পাঁচ জনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন তিনি।
সারাবাংলা/আরডি/টিআর