জাপার সাবেক এমপি শওকত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন
১৫ মে ২০১৯ ০১:৫৩ | আপডেট: ১৫ মে ২০১৯ ০১:৫৬
ঢাকা: জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (নীলফামারী-৪) এবং যমুনা অ্যাগ্রো কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত চৌধুরী ও তার স্ত্রী মাহবুবা খাতুনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগটির তদন্ত করেছেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন।
মঙ্গলবার (১৪ মে) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে কমিশনের নির্ধারিত বৈঠকে মামলার অনুমোদন দেওয়া হয়।
তিনি আরও জানান, শওকতের বিরুদ্ধে ৯ কোটি ২৬ লাখ ১২ হাজার ৩৪১ টাকার এবং তার স্ত্রী মাহবুবার বিরুদ্ধে ১ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে কমিশনের উপ-পরিচালক মো নাসির উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করবেন।
দুদক সূত্রে জানায়, নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী ও তার স্ত্রী মাহবুবা খাতুনকে গত ৮ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।
এর আগে, দুদক তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পৃথক দু’টি মামলা করে।
সারাবাংলা/এসজে/এমও