Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেনের অবস্থা সংকটাপন্ন


১৪ মে ২০১৯ ২৩:৩৭ | আপডেট: ১৫ মে ২০১৯ ১২:২৮

ঢাকা: বরেণ্য নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেনের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। হৃদরোগের পাশাপাশি তিনি কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছেন।

মঙ্গলবার (১৪ মে) রাতে বরেণ্য এই শিল্পীর পুত্রবধূ সুমি সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, যে কোনো সময় দুঃসংবাদ আসতে পারে। মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’

গুরুতর অসুস্থ খালিদ হোসেন গত ১২ দিন যাবৎ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ডা. উত্তম বড়ুয়ার অধীনে চিকিৎসাধীন। হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খালিদ হোসেনের ছাত্র পরদেশী সিদ্দিক বলেন, ‘কিছুদিন আগে স্যার ভারত থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন। দেশের ফেরার সময় ভারতের চিকিৎসকরা বলেছিলেন তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাবে। হচ্ছেও তাই। তাকে প্রতি মাসে একটি করে ব্যয়বহুল ইনজেকশন দেওয়া হচ্ছিল। এখন সেটাও স্যারের শরীর সহ্য করতে পারছে না। ফলে তিনি আরও দুর্বল হয়ে পড়েছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যারের প্রতি বিশেষ নজর রাখতে বলেছেন হাসপাতালের চিকিৎসকদের, জানান পরদেশী সিদ্দিক।

বরেণ্য এই শিল্পী গত পাঁচ দশক ধরে নজরুল গবেষণা এবং নজরুল গীতির শুদ্ধ স্বরলিপি প্রণয়নে কাজ করছিলেন।

সারাবাংলা/আরএসও/এসএ/এটি

খালিদ হোসেন নজরুল সংগীতশিল্পী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর