Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দা হাতে চড়াও ‘মাতাল’: প্রাণ গেল আহত আরও একজনের


১৪ মে ২০১৯ ২২:০৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাঁচদিন আগে ‘মাদকাসক্ত’ যুবকের দা-এর কোপে আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৪ মে) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শান্তি নন্দী (৭০) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

দা হাতে চড়াও ‘মাতাল’: চারজনকে কুপিয়ে জখম, ১ জনকে খুন

গত শুক্রবার রাতে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী বড়কালী বাড়ি এলাকায় সত্যজিৎ নামে এই যুবকের এলোপাথাড়ি দায়ের কোপে সন্ধ্যা রাণী (৬০) নামে এক নারীর মৃত্যু হয়। হামলায় আরও চারজন আহত হয়। সেসময় আহত চারজন হলেন- শান্তি নন্দী (৭০), দীপক দত্ত (৪৮), টিংকু দত্ত (৪৫) এবং প্রবীর তালুকদার (৪০)।

আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) মহিবুর রহমান সারাবাংলাকে বলেন, শান্তি নন্দী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকি তিনজন একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য অনুযায়ী- উত্তর কাট্টলী এলাকায় সত্যজিতের একটি ফার্মেসি আছে। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের পর অসংলগ্ন অবস্থায় দা দিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করার পর সত্যজিৎ জনরোষ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দেন। পুকুরে স্থানীয় লোকজনের ছোড়া ঢিলে সত্যজিৎ নিজেও আহত হয়েছেন। পুলিশ আহত সত্যজিৎকে গ্রেফতার করে।

সারাবাংলা/আরডি/এমআই

আহত কুপিয়ে হত্যা মাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর