‘হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেই কেরানীগঞ্জ নেওয়া হবে খালেদা জিয়াকে’
১৪ মে ২০১৯ ১৪:৪১ | আপডেট: ১৪ মে ২০১৯ ১৭:০৩
ঢাকা: হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, জেল কোড অনুযায়ী তার সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার জীবন বিপন্ন করতেই কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হচ্ছে, বিএনপির এ দাবির বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার জীবন বিপন্ন করতে তাকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হচ্ছে, এ অভিযোগ ঠিক নয়। তাকে জেল কোডের বাইরেও মানবিক কারনে অনেক ফ্যাসিলিটিজ দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন- খালেদা জিয়ার বিচারে কেরানীগঞ্জ কারাগারে হচ্ছে আদালত
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, তিনি (খালেদা জিয়া) কারাগারে একা থাকতে পারবেন না বলেই তার চাওয়া অনুযায়ী একজনকে তার সাথে দেওয়া হয়েছে। নিরাপরাধ মেয়েটি খালেদা জিয়ার সঙ্গে জেল খাটছে।
‘ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন মহামারী আকার ধারণ করেছে কী না’ এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের এ প্রশ্নের সঙ্গে আমি একমত নই। কারণ বাংলাদেশের চেয়ে অনেক দেশে এসব ঘটনা ঘটছে। পৃথিবীর কোনও একটি দেশ নেই যেখানে কোনও সহিংসতা নেই।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের দেশে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, তার সব কালপিটরা ধরা পড়েছে। তাদের আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। এখন আদালতে তাদের বিচার হবে। তবে, এ কথাটি আমরা বলতে পারি, বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে।
এর আগে রুবানা হকের নেতৃত্বে বিজিএমইএ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
সারাবাংলা/এএইচএইচ/জেএএম