মুক্তিযোদ্ধা শব্দের আগে ‘ভুয়া’ বলা যাবে না: হাইকোর্ট
১৪ মে ২০১৯ ১৪:৩১ | আপডেট: ১৪ মে ২০১৯ ১৭:০৬
ঢাকা: মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই এই মুক্তিযোদ্ধা শব্দের আগে ‘ভুয়া’ লেখা বা বলা যাবে না বলে মত দিয়েছেন হাইকোর্ট। ভবিষ্যতে মুক্তিযোদ্ধা শব্দটির আগে কেউ ‘ভুয়া’ ব্যবহার করলে প্রয়োজনে তাদের আদালতে তলব করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ মে) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ মুক্তিযোদ্ধা সনদ বাতিল সংক্রান্ত এক রিটের শুনানির সময় এই মত দেন।
এ সময় আদালত বলেছেন, “কোনো ব্যক্তি জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া সনদের মাধ্যমে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করতে পারেন। কিন্তু তিনি তো মুক্তিযোদ্ধা নন। এ ধরনের ব্যক্তির কারণে ‘মুক্তিযোদ্ধা’ শব্দের আগে ‘ভুয়া’ শব্দটি ব্যবহার করলে সব মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়।”
আদালত বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের নামের আগে কেউ ভুয়া শব্দ ব্যবহার করলে তিনি প্রজাতন্ত্রের কর্মচারী বা গণমাধ্যমের কর্মী যেই হোন, প্রয়োজনে তাদেরকে তলব করা হবে।’
শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার সাংবাদিকদের জানান, আদালত বলেছেন মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ)-তে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদ নিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন, তাহলে সেটা সেই ব্যক্তির দোষ। এ কারণে সামগ্রিকভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কোনোভাবে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ হিসেবে সম্বোধন করা যাবে না। প্রয়োজনে সে ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাই সামগ্রিকভাবে সব মুক্তিযোদ্ধাদের যে অবদান, যে সম্মান, সেটাকে কটাক্ষ করে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শব্দ ব্যবহার করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি অসম্মান প্রদর্শন বৈ আর কিছু নয় বলেও মন্তব্য করেন আদালত।
সারাবাংলা/ এজেডকে/জেডএফ