Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় প্রতিপক্ষের ছুরির আঘাতে কিশোরের মৃত্যু


১৪ মে ২০১৯ ১৩:২৩

কুমিল্লা: কুমিল্লায় মোটরসাইকেল চালানোর সময় ‘তুচ্ছ ঘটনা’কে কেন্দ্র করে এক কিশোরকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর মোগলটুলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আজমাইন আদিল। সে চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের আ. ছাত্তারের ছেলে। সে এবছর কুমিল্লা মডার্ন হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে মোগলটুলী এলাকায় মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল আদিল। সেখানে আগে যাওয়া নিয়ে আরেক মোটরসাইকেল চালক কিশোরের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে রাত ১০ টার দিকে ‍দুই কিশোরের সমর্থিত কিশোররা আবারও মোগলটুলীতে যায় এবং আবারও বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আদিল আহত হয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে বাকিরা পালিয়ে যায়। আহত আদিলকে প্রথমে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তার সহপাঠী ও স্বজনরা হাসপাতালে জড়ো হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-এ সার্কেল) তানভীর সালেহীন ইমন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

এর আগে গত শবে বরাতের রাতে নগরীর মদিনা মসজিদ এলাকায় সহপাঠীদের ছুরিকাঘাতে মিরন নামের মডার্ন স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়।

সারাবাংলা/এসএমএন

কিশোর ছুরিকাঘাতে খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর