Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে যুবলীগ নেতা খুন


১৪ মে ২০১৯ ০৭:০৮

ময়মনসিংহ: ময়মনসিংহে রহস্যজনকভাবে খুন হয়েছেন জেলা যুবলীগ নেতা রেজাউল করিম রাসেল (৩৫)। সোমবার (১৩ মে) মধ্যরাতের দিকে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৩টার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের পাশে থেকে জেলা যুবলীগ নেতার লাশ উদ্ধার করা হয়। তার পিঠে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডটি এখনও ক্লু লেস।

বিজ্ঞাপন

জানা যায়, ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য রেজাউল করিম রাসেল স্থানীয়দের কাছে পিলপিল রাসেল নামে পরিচিত ছিলেন। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম মেয়র ইকরামুল হক টিটুর অনুসারী।

কোতোয়ালী মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মো. আল-আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

খুন ময়মনসিংহ যুবলীগ যুবলীগ নেতা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর