Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার মামলায় বিএনপি নেতা হাসান উদ্দিনসহ ৫ জনের বিচার শুরু


১৪ মে ২০১৯ ০৬:৩৭ | আপডেট: ১৪ মে ২০১৯ ০৬:৩৯

ঢাকা: বিএনপি নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারসহ ৫ জনের বিরুদ্ধে নাশকতার একটি মামলায় চার্জ গঠন করেছেন আদালত। এ চার্জ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

সোমবার (১৩ মে) দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। হাসান উদ্দিন সরকার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন।

বিজ্ঞাপন

অভিযুক্ত অপর আসামিরা হলেন- জুয়েল ওরফে বাঘা জুয়েল, সোলায়মান, শাখাওয়াত হোসেন সৈকত এবং আইনুল ইসলাম চঞ্চল।

এদিন হাসান উদ্দিন সরকারের পক্ষে সৈয়দ নজরুল ইসলাম মামলা থেকে অব্যাহতির আবেদন করে শুনানি করেন। অন্যান্য আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেন।

অপরদিকে, সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করার আবেদন করেন। শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধে পুলিশ রাকিবুল ইসলাম রাব্বি (১৭) এবং আবুল কালাম আজাদ (১৭) নামে দুইজনকে এক লিটার অকটেনসহ আটক করে। পরে তারা পুলিশের কাছে স্বীকার করে আসামিদের নির্দেশে তারা গাড়িতে আগুন দেওয়ার কাজ করেছে।

ওই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম মামলাটি দায়ের করেছিলেন।  পরে মামলার তদন্ত করে সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান ৫ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

গাজীপুর বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার