Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৩ কেজি স্বর্ণ জব্দের মামলায় ১০ বছর কারাদণ্ড


১৩ মে ২০১৯ ১৭:৪৯

ঢাকা: সাড়ে তিন কেজি স্বর্ণ জব্দের ঘটনায় দায়ের করা মামলায় মো. হাবিবুর রহমান (২৬) নামে এক যুবককে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ওই আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান গাজীপুর জেলার শ্রীপুর থানার মারতা গ্রামের বাবুল হোসেনের ছেলে।

সোমবার (১৩ মে) দুপুরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের-৪ এর বিচারক মো. রবিউল আলম আসামি উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি ব্যাংকক থেকে থাইএয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গ্রীন চ্যানেল পার হওয়ার সময় ওই যুবক স্বর্ণসহ ধরা পড়েন। তার শরীরের বিভিন্ন স্থান থেকে ৩৫ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এগুলোর মোট ওজন সাড়ে ৩ কেজি।

এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আছর উদ্দিন বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা করেন। একই বছরের ১৭ এপ্রিল বিমানবন্দর থানার এসআই মোস্তাফিজুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ২৪ জুলাই ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন।

সারাবাংলা/এআই/একে

কারাদণ্ড স্বর্ণ স্বর্ণ জব্দ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর