Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮৪ কোটি টাকা পাচার, ফালুসহ ৪ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হচ্ছে


১৩ মে ২০১৯ ১৭:২০ | আপডেট: ১৩ মে ২০১৯ ১৭:৪২

ঢাকা: ১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাইয়ে পাচারের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মোসাদ্দেক আলী ফালুসহ চারজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ২০১২ এর ৪ (২),(৩) ধারা অনুযায়ী মামলা করবে দুদক।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সোমবার ( ১৩ মে) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

প্রণব কুমার ভট্টাচার্য জানান, আসামিরা যোগসাজশ করে ১৮৪ কোটি টাকা পাচার করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে তদন্ত শেষে ওই চার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

মামলার আসামিরা হলেন মোসাদ্দেক আলী ফালু, আরএকে সিরামিকস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান, স্টার সিরামিকসের পরিচালক সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান ও আরএকে কনজ্যুমার প্রোডাক্টস ও স্টার সিরামিকসের সাবেক পরিচালক আমির হোসেন।

সারাবাংলা/এসজে/একে

অর্থপাচার মামলা দুদক দুর্নীতি দমন কমিশন ফালু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর