Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা


১৩ মে ২০১৯ ১৩:৫১

সংগৃহীত ও প্রতীকী ছবি

খুলনা: খুলনায় খলিলুর রহমান মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১২ মে) রাত আড়াইটার দিকে জেলার দিঘলিয়া উপজেলার দেয়াড়ার ওয়াপদা বেড়িবাঁধ এলাকায় দুর্বৃত্তরা খলিলুর রহমানকে কুপিয়ে জখম করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ মে) ভোরে তিনি মারা যান।

নিহত খলিলুর রহমান মোল্লা দিঘলিয়ার দেয়াড়া গ্রামের ওমর মোল্লার ছেলে।

দিঘলিয়া থানার উপপরিদর্শক ইমরান বলেন, উপজেলার দেয়াড়া কলোনি বেড়িবাঁধ পথ দিয়ে গতরাত আড়াইটার দিকে বাড়ি ফিরছিলেন খলিলুর রহমান। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার ভোরে মারা যান।

ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত খলিলুর রহমান মোল্লা বিভিন্ন তথ্য দিয়ে পুলিশ ও র‌্যাবকে সহায়তা করতেন। এছাড়া তিনি নিজেও একটি মামলার আসামি ছিলেন।

সারাবাংলা/এসএমএন

কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর