Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশ যেতে মান্নার পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ


১৩ মে ২০১৯ ১২:১৫ | আপডেট: ১৩ মে ২০১৯ ১২:১৮

ঢাকা: বিদেশ যেতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (১৩ মে) প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

পাসপোর্ট ফেরত চেয়ে মাহমুদুর রহমান মান্নার করা আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

আদেশে দেশে ফেরার তিন সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মান্নাকে তার পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আদালতে মান্নার পক্ষে ছিলেন আইনজীবী ইদ্রিসুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ইদ্রিসুর রহমান বলেন, মান্না সাহেব তার চিকিৎসা এবং ছেলে মেয়েকে দেখতে ইংল্যাণ্ড ও কানাডায় যেতে পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করেন। তার বিরুদ্ধে থাকা দুটি মামলায় তিনি জামিনে আছেন। জামিনের শর্তে আছে, তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। এ অবস্থায় গত সপ্তাহে পাসপোর্ট ফেরত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন তিনি। চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য পূর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

রাষ্ট্রদ্রোহ ও সেনাবিদ্রোহে উসকানির অভিযোগে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ গুলশান থানায় মান্নার বিরুদ্ধে পৃথক মামলা হয়। নিউইয়র্কে অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোন আলাপের অডিও ক্লিপ প্রকাশের পর ওই বছরের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। জামিনের শর্ত অনুযায়ী তার পাসপোর্ট সিএমএম কোর্টে জমা রাখতে হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/জেএএম

পাসপোর্ট মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর