Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ না করার দাবিতে মানববন্ধন


১২ মে ২০১৯ ১৭:২৬

ফরিদপুর: আগামী বাজেটে বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ না করার দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে বৃহত্তর বিড়ি ভোক্তা পক্ষ। মানববন্ধন শেষে স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেওয়া হয়।

রোববার (১২ মে) দুপুরে আলফাডাঙ্গায় আয়োজক সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুলের প্রতিনিধি সুলতান মাহমুদের হাতে স্মারকলিপি তুলে দেন।

বিজ্ঞাপন

বিড়ি

মানববন্ধনে বক্তারা বলেন, দেশীয় এই শিল্পকে কুটির শিল্প ঘোষণা করা হলে এর সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিকের ভাগ্যের উন্নয়ন ঘটবে। বিড়ি সেবনের সঙ্গে দেশের নিম্ন আয়ের মানুষের সম্পর্ক রয়েছে। তাই তাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে বাজেটে বিড়ির দাম না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

মানববন্ধনে কর্মসূচিতে বিড়ি ভোক্তা পক্ষের সদস্য, বিড়ি শ্রমিক ও নিম্নবিত্ত বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

সারাবাংলা/এটি

বিড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর