Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর, পাবনা ও লক্ষ্মীপুরে দুদকের অভিযান


১২ মে ২০১৯ ১৭:৩৫

ঢাকা: দেশের তিনটি জেলা যশোর, পাবনা ও লক্ষ্মীপুরে একযোগে দুনীর্তি বিরোধী অভিযান পরিচালনা করেছে দুনীর্তি দমন কমিশন (দুদক)। রোববার (১২ মে) বিকেলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যশোর জেলার কেশবপুরে সরকারি খাসজমি দখল করে মাছের ঘের তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক সমন্বিত জেলা কার্যালয়, যশোরের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দুদক টিমে সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ারের সমন্বয়ে অভিযান পরিচালনা করে দেখে, ৩৩৫ ফুট সরকারি রাস্তা দখল করে স্থানীয় এক ইউপি সদস্য এ মাছের ঘের করেছেন।

বিজ্ঞাপন

সমন্বিত টিম পরিমাপ করে দেখে, ৫৫ ফুট চওড়া রাস্তার মাত্র তিন ফুট ব্যবহারযোগ্য রয়েছে, অবশিষ্ট পুরোটাই দখল হয়েছে। দুদক টিমের এ পর্যবেক্ষণকে আমলে এনে অতিসত্বর ওই জমির সীমানা চিহ্নিত করা হবে বলে জানান সহকারী কমিশনার।

স্থানীয় জনসাধারণ জানান, ওই এলাকায় এরকম আরও সরকারি খাসজমি দখল করা হয়েছে। জমিগুলো উদ্ধারে তারা দুদককে অভিযান চালানোর অনুরোধ করেন।

এছাড়া পাবনা জেলার সুজানগর থানার পদ্মা নদীর তীরে বালু উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, পাবনার একটি টিম অভিযান পরিচালনা করে। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। তারা এই অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করে।

অপরদিকে লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছে সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীর একটি টিম। টিম সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে। দুদক টিমের উপস্থিতি আঁচ করতে পেরে দালালরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/এমআই

দুদক দুর্নীতি দমন কমিশন পাবনা যশোর লক্ষ্মীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর