Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক উঠতেই ভেঙে গেল ব্রিজ, ৫ গ্রামের যোগাযোগ ব্যাহত


১২ মে ২০১৯ ১৭:০৬

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আঞ্চলিক সড়কের ওপর নির্মিত একটি ব্রিজ ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন পাঁচটি গ্রামের ব্যবসায়ীরা।

রোববার (১২ মে) সকালে উপজেলার কবুতরখালী-সাপলেজা আঞ্চলিক সড়কের ওপর নির্মিত বটতলা ব্রিজটি ভেঙে যায়। এতে মঠবাড়িয়া উপজেলার সঙ্গে সোনাখালী, বাদুরতলী, বান্ধবপাড়া, পাঁচশত কুড়া ও কবুতরখালী গ্রামের যোগাযোগ ব্যাহত হয়।

স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন তালুকদার সারাবাংলা জানান, সকাল ১১টার দিকে একটি বালু বোঝাই ট্রাক উঠলে ব্রিজটি ধসে ভেঙে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পাঁচটি গ্রামের লোকজনের যোগাযোগ প্রায় বিছিন্ন হয়ে পড়েছে।

উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, ২০০৭ সালে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ব্রিজের বিম দুর্বল হয়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। উপজেলা পরিষদের তহবিল থেকে দ্রুততম সময়ে ব্রিজটি মেরামত করে দেওয়া হবে।

সারাবাংলা/এটি

ব্রিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর