ভাইকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা
১২ মে ২০১৯ ০১:১৫ | আপডেট: ১২ মে ২০১৯ ০৪:৩৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বাসার মধ্যে ভাইকে খুঁজতে এসে না পেয়ে বোনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে শাহআলম নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত স্থানীয় যুবক শাহআলমকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
শনিবার (১১ মে) রাত ১০টার দিকে নগরীর বাকলিয়া থানার বজ্রঘোনা মদিনা মসজিদের পাশের একটি বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ।
মৃত বুবলী আক্তারের (২৮) বাবার বাড়ি বাকলিয়ার বজ্রঘোনা এলাকায়। তার স্বামীর নাম আকরাম হোসেন।
মো. আব্দুর রউফ সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জেনেছি- বজ্রঘোনা এলাকার যুবক শাহআলমের সঙ্গে স্থানীয় হাসান নামের এক যুবকের বিরোধ আছে। এই হাসান বুবলীদের আত্মীয় ও তার ভাই রুবেলের বন্ধু। হাসানের সঙ্গে বিরোধের জেরে রুবেলকে মারার জন্য খুঁজছিল শাহআলম। না পেয়ে বুবলীকে গুলি করে।
বুবলী বজ্রঘোনা এলাকায় বাবার বাড়িতে বেড়াতে এসে এই হত্যাকাণ্ডের শিকার হন বলে জানিয়েছেন শাহ মো. আব্দুর রউফ।
বুকে গুলিবিদ্ধ বুবলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন সারাবাংলাকে জানান, দেড় বছর আগে এলাকায় আধিপত্য নিয়ে শাহআলম ও হাসানের মধ্যে বিরোধ হয়। ছয় মাস আগে শাহআলম হাসানকে ছুরিকাঘাত করে। ওই মামলায় গ্রেফতারের পর সম্প্রতি শাহআলম জামিনে বেরিয়ে আসেন।
শনিবার সন্ধ্যায় শাহআলম তার সহযোগীদের নিয়ে হাসানকে মারতে যায়। এসময় রুবেল শাহআলমের হাত থেকে হাসানকে রক্ষা করে। এতে ক্ষুব্ধ হয় শাহআলম। রাত ১০ টার দিকে রুবেলকে মারার জন্য খুঁজতে তাদের বাসায় যায় শাহআলম। বাসায় ঢুকে খোঁজাখুঁজি করে না পেয়ে বুবলীর বুকে অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করে বলে জানান বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মঈন উদ্দীন।
সারাবাংলা/আরডি/এমএইচ