Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার


১১ মে ২০১৯ ১৮:০৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের স্লুইস গেট এলাকায় প্রায় ১২ ফুট লম্বা অজগর সাপ ধরা পড়েছে। শনিবার (১১ মে) দুপুরে স্লুইস গেট এলাকা থেকে গ্রামবাসীরা সাপটি উদ্ধার করে।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান সারাবাংলাকে বলেন, ‘গ্রামবাসীরা অজগরটিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে। সাপটির শরীরে কিছু ক্ষত চিহ্ন রয়েছে। সেই ক্ষত জায়গাতে ওষুধ লাগিয়ে দিয়েছি। আশাকরি কয়েকদিনের মধ্যে সাপটি সুস্থ হয়ে উঠবে। সুস্থ হলে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/এমআই

অজগর সাপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর