Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দলকে  শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের সকলকে নিয়ে কাজ করা হচ্ছে’


১১ মে ২০১৯ ১৭:৩৬ | আপডেট: ১১ মে ২০১৯ ১৯:৫৩

চুয়াডাঙ্গা: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, ‘ আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে কাজ করা হচ্ছে।’ মাদক ও জঙ্গিবাদসহ যে কোন অশুভ শক্তিকে সাংগঠনিক শক্তি দিয়েই আওয়ামী লীগ মোকাবিলা করবে বলেও জানান তিনি।

শনিবার (১১ মে) চুয়াডাঙ্গা জেলা শহরের শিল্পকলা একাডেমী চত্বরে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, ‘রমজান মাসের মধ্যেই চুয়াডাঙ্গার জেলা নতুন ইউনিয়নগুলোর সম্মেলন সম্পন্ন করতে হবে। জুলাই মাসের মধ্যে সকল ইউনিয়ন এবং ১৫ সেপ্টেম্বর এর মধ্যে সকল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করতে হবে। ২৮ সেপ্টেম্বর দলীয় সভানেত্রীর জন্মদিনের আগেই জেলা আওয়ামী লীগের সম্মেলন আমরা করতে চাই। সেই লক্ষ্যেই আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘বিএনপির সাংগঠনিক অবস্থা এখন টালমাটাল। ঘরে বসে প্রেস ব্রিফিং করে উস্কানিমূলক বক্তব্য দেওয়া ছাড়া তাদের কোন কাজই নেই। তাই জনগণের তাদের ওপর কোন আস্থা নেই। বিএনপি যদি দেশের কোন ক্ষতির করার চেষ্টা করে তবে জনগণ তার দাঁতভাঙ্গা জবাব দিবে।’

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জুয়ার্দার ছেলুন এমপি। বর্ধিত সভা অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন।

বিজ্ঞাপন

খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি দলের ত্যাগী নেতাকর্মীদের খোঁজ-খবর আমাদের নিতে হবে। দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের অন্তর্বেদনা আমাদের বুঝতে হবে। তাদেরকে যদি আমরা সঠিক মূল্যায়ন না করতে পারি, তবে যে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু-কন্যা ব্যথিত হবেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন উপলক্ষে আমরা খুলনা বিভাগের প্রত্যেকটি জেলা ইউনিটের অধীনস্থ সকল মেয়াদোত্তীর্ণ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এর কাউন্সিলের এর মাধ্যমে কমিটি করতে চাই। সেপ্টেম্বর এর মধ্যে সকল জেলা ইউনিটের কাউন্সিল করতে চাই। আমি বিশ্বাস করি, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেটি সম্ভব হবে। ইতোমধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলার বর্ধিত সভার তারিখও ঘোষণা করা হয়েছে।’

১২ মে যশোর জেলা, ১৩ মে নড়াইল জেলা, ১৪ মে সাতক্ষীরা, ১৮ মে খুলনা মহানগর এবং ১৯ মে খুলনা জেলার বর্ধিত সভার তারিখ নির্ধারণ করা হয়েছে বলেও জানান খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই সাংগঠনিক সম্পাদক।

বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে এস এম কামাল হোসেন বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরাই শেখ হাসিনার বিশ্বস্ততার জায়গা। সেই তৃণমূলকে সংগঠিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। সেই পরিকল্পনাকে মাথায় রেখেই বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা সারা দেশে সাংগঠনিক সফরে নেমেছেন।’

বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, কেন্দ্রীয় উপকমিটির সদস্য জয়দেব নন্দী ও সৌমেন বসুসহ অন্যান্যরা।

সকাল ১১টায় বর্ধিত সভার শুরুতেই দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি সভার আলোচ্য বিষয় সম্পর্কে সবাইকে জানান। ওয়ার্ড-ইউনিয়ন, উপজেলা-জেলা সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগকে শক্তিশালীকরণ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন নিয়ে সভায় আলোচনা করা হয়।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জীবন নগর উপজেলা সভাপতি গোলাম মর্তুজা, চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি আব্দুল মান্নান নান্নু, দামুড়দা উপজেলা সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আলমডাঙ্গা উপজেলার সভাপতি হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলি আসগর টগর এমপি।

সারাবাংলা/এসবি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান আব্দুর রহমান চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জুয়ার্দার ছেলুন এমপি শেখ হাসিনা সাংগঠনিক সফরে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর