Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত আইজিপি প্রশাসন হলেন মঈনুর রহমান চৌধুরী


১১ মে ২০১৯ ১৫:০৩ | আপডেট: ১১ মে ২০১৯ ১৫:০৪

ঢাকা: পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) হলেন অতিরিক্ত মহাপরিদর্শক (অর্থ ও উন্নয়ন) মঈনুর রহমান চৌধুরী। তিনি মোখলেসুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

শনিবার (১১ মে) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (প্রশাসন) মিলন মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। পুলিশ সদর দফতরের এ আইজি মিডিয়া সোহেল রানাও এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ মে অবসরে যান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান। পুলিশের গুরুত্বপূর্ণ এই দায়িত্বে কে আসছেন তা নিয়ে কয়েকদিন ধরে পুলিশ প্রশাসনে চলছিল গুঞ্জন। অবশেষে সেই দায়িত্ব দেওয়া হলো মঈনুর রহমানকে।

মঈনুর রহমান চৌধুরী ১৯৬৩ সালের ৯ আগস্ট সাতক্ষীরা জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন।

১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশের যোগ দেন মঈনুর রহমান। তিনি খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার ছিলেন। এছাড়া পুলিশ সদর দফতরে ডিআইজিসহ (অর্থ) বিভিন্ন দায়িত্ব পালন করেন।

২০১৫ সালের ২৪ ডিসেম্বর অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পান।

সারাবাংলা/ইউজে/জেএএম

পুলিশের অতিরিক্ত আইজিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর