Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের উসকানিতেই নারী নির্যাতন’


১১ মে ২০১৯ ১৫:২৮

ঢাকা: সরকারের উসকানিতেই দেশব্যাপী নারী নির্যাতনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।শনিবার (১১ মে) নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

‘কিশোরগঞ্জের বাজিতপুরে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এ মানববন্ধন আয়োজন করে।

বিজ্ঞাপন

রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্পিকার নারী। অথচ পাইকারী হারে নারী নির্যাতন চলছে। তারা ক্ষমতায় আসার পর নারী নির্যাতন বেড়েছে। এটি নির্মূল করার দায়িত্ব সরকারের। কিন্তু নির্মূল করা তো দূরে থাক, আমরা অনেক সময় উসকানি দিতে দেখেছি।’

তিনি বলেন, ‘যারা এই কাজগুলো করছে, তারা অধিকাংশ ক্ষমতাসীন দলের লোক। আর ক্ষমতাসীন দলের লোক বলেই তারা পার পেরে যাচ্ছে। তারা সরকারের আনুকূল্য পাচ্ছে। আর আনুকূল্য পাচ্ছে বলেই এই সামাজিক অপরাধ সরকার ঠেকাতে পারছে না। ’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নিখোঁজের দিনটি স্মরণ করে রিজভী বলেন, ‘আজ সালাউদ্দিন আহমেদের গুম দিবস। আজকে তিনি ভারতে কেন? কারণ, তিনি মেধাবী ছাত্রনেতা ছিলেন, তিনি বিএনপি রাজনীতি করেন। তাকে এক অন্ধকারের মৃত্যুকূপের মধ্যে ফেলে রাখা হয়েছে। ভারতে তিনি মানবেতর জীবন-যাপন করছেন। এখন তার নামই হয়ে গেছে গুম সালাউদ্দিন।’

তিনি বলেন, ‘গত আড়াই হাজার বছর আগে মতপ্রকাশের স্বাধীনতার জন্য একজন জীবন দিয়েছিলেন। তিনি হলেন, গ্রিক দার্শনিক সক্রেটিস। তিনি তার কথা ও সত্য উচ্চারণ থেকে দ্বিধান্বিত হননি। আর আড়াই হাজার বছর পরে আরেক জন, তিনি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি মতপ্রকাশের স্বাধীনতার জন্য কারাগারে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন। এরপরও তার মাথাকে নত করা যায়নি।’

বিজ্ঞাপন

যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, ‘সব মামলায় টুকুর জামিন হয়েছে। কিন্তু এর পরও তিনি মুক্তি পাননি। কারণ, মুক্তি পেলেই সরকারের বিরুদ্ধে কথা বলবেন টুকু। তাই আবারও তার বিরুদ্ধে দুটি মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির সহ-সভাপতি জেবা খান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/জেডএফ

উস্কানি নারী নির্যাতন সরকার

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর