Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা জখম


১১ মে ২০১৯ ০৪:১৯

গাজীপুর: সন্ত্রাসী হামলায় গাজীপুরের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান নাহিদসহ দুইজন মারাত্মক জখম হয়েছেন। শুক্রবার (১০ মে) রাত ১০টার দিকে শহরের মুক্তমঞ্চ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

মেহেদী হাসান নাহিদ স্থানীয় কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। তার বাবা গাজীপুর জজ কোর্টের আইনজীবী হাশেম মোড়ল। সন্ত্রাসী হামলায় আহত অন্যজন হলেন, নাহিদের অনুসারী রয়েল।

আহত অবস্থায় তাদের দু’জনকে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা নাহিদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তারা জানান, নাহিদের অবস্থা আশঙ্কাজনক। তার উন্নত চিকিৎসার প্রয়োজন।

শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নাহিদের পিঠ, হাত, পেটসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। রয়েল হাসপাতালে চিকিৎসাধীন।

রয়েল সারাবাংলাকে জানান, মুক্তমঞ্চের পাশে কিছু সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে স্থানীয় জনতা জড়ো হলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রাই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর বলেন, আমরা বিষয়টি জেনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হামলার ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

সারাবাংলা/এটি

ছাত্রলীগ নেতা সন্ত্রাসী হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর