ছেলেকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু
১১ মে ২০১৯ ০০:৫৫ | আপডেট: ১১ মে ২০১৯ ০০:৫৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে মোস্তাক আহমেদ (৩০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে। ঝগড়া-মারামারির মধ্যে ছেলেকে বাঁচাতে গিয়ে এই দোকানির প্রাণ গেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর পিলখানা এলাকায় এই ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘মোস্তাক আহমেদের বাড়ি পিলখানা এলাকায়। সেখানে সাতকানিয়া স্টোর নামে একটি স্টেশনারি দোকান রয়েছে। এদিন বিকেলে ১৬-১৭ জন কিশোরের মধ্যে ঝগড়া হয়। রাতে দু’পক্ষ আবার ঝগড়া শুরু করলে এতে যোগ দেন তাদের অভিভাবকরা। এ সময় উভয়পক্ষের ঝগড়া মারামারিতে গড়ায়। মোস্তাক তার ছেলেকে বাঁচাতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়।’
রাত ৯টার দিকে মোস্তাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজনকে আটক করা হয়েছে, জানান আবুল কাশেম।
সারাবাংলা/আরডি/এটি