Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে আ’লীগের দুইপক্ষে সংঘর্ষ, আহত ১৫


১০ মে ২০১৯ ১৯:৩৭ | আপডেট: ১০ মে ২০১৯ ১৯:৪০

লক্ষ্মীপুর: মেঘনা নদীর তীরে নতুন মাছঘাট তৈরি নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুইপক্ষে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ মে) সকালে উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে পুরান বেড়ি মাথায় এ সংঘর্ষ হয়।

আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন– আতাউল গনি, সেলিম খান, জয়নাল আবেদীন, মোসলেহ উদ্দিন, আব্দুল কাদের হাওলাদার, ওসমান গনি, আব্দুল মালেক, আজগর সর্দার, কামাল হোসেন, সবুজ হাওলাদার, সুমন হাওলাদার ও মফিজ সর্দার, জাকির হোসেনসহ ১৫ জন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রায়পুরের মেঘনা নদীর তীরে পুরনো মাছঘাটের পাশে নতুন মাছঘাট তৈরি করা নিয়ে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ওসমান খাঁন ও সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন হাওলাদারের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমএইচ

আহত লক্ষ্মীপুর সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর