পাচারের সময় ১ কোটি চিংড়ি পোনা জব্দ
১০ মে ২০১৯ ১৭:৫৩ | আপডেট: ১০ মে ২০১৯ ২০:৪৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আক্তারুজ্জামান ফ্লাইওভারের ওপর একটি ট্রাকে তল্লাশি করে ১ কোটি চিংড়ি পোনা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৯ মে) রাতে নগরীর লালখান বাজার এলাকায় এ তল্লাশি হয়।
তবে এসময় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ডের পূর্ব জোনের ভারপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা শাহ জিয়া রহমান জানান, মিনি ট্রাকে ১২৪টি ড্রামে ভরে চিংড়ির পোনা পাচারের জন্য নিয়ে যাওয়ার খবর পেয়ে তল্লাশি করা হয়। এসময় ট্রাকের চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা চিংড়ির পোনাগুলো কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।
সারাবাংলা/আরডি/এমও