Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস সিলিন্ডারের ভেতর ফেনসিডিল, আটক ২


১০ মে ২০১৯ ১৭:২৬ | আপডেট: ১০ মে ২০১৯ ১৭:৪৯

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে গ্যাস সিলিন্ডারের ভেতর করে পাচারের সময় ৭০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। শুক্রবার (১০ মে) দুপুরে উপজেলার বন্দরের চারমাথা মোড় থেকে তাদের আটক করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে দুলাল হোসেন (৫৫) এবং একই উপজেলার আটাপাড়া গ্রামের মৃত পরান শেখের ছেলে মহির উদ্দিন (৫০)।

বিজ্ঞাপন

ওসি জানান, মাদক চোরাকারবারিরা পাঁচবিবি থেকে মাদক নিয়ে বগুড়ার দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা হিলি বন্দরের চারমাথায় তল্লাশি চালায়। এ সময় একটি ভ্যান গাড়িতে গ্যাস সিলিন্ডারের ভেতরে রাখা ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় দুলাল হোসেন (ও মহির উদ্দিন  নামে দুই ব্যক্তিতে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জনান ওসি।

সারাবাংলা/এমএইচ

আটক ২ গ্যাসের সিলিন্ডার ফেনসিডিল পাচার