রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ ১০ মামলার আসামির মৃত্যু
১০ মে ২০১৯ ১৫:২১ | আপডেট: ১০ মে ২০১৯ ১৬:০৬
রাজশাহী: রাজশাহীর বাঘায় দু’দল চোরাকারবারির মধ্যে কথিত বন্দুকযুদ্ধে জিয়ারুল ইসলাম কালু (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কালুর নামে মাদক ও অস্ত্র আইনে বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। বৃহস্পতিবার (১০ মে) দিবাগত গভীর রাতে উপজেলার কেশবপুর গ্রামের একটি আম বাগানে এ ঘটনা ঘটে। চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, কালুর নামে মাদক ও অস্ত্র আইনে বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। মৃত কালু উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে দুপক্ষের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
তিনি জানান, শুক্রবার রাতে বাঘা সীমান্ত এলাকার কেশবপুর গ্রামের একটি আম বাগানে অভ্যন্তরীন ঘটনাকে কেন্দ্র করে চোরাকারবারিদের দুই গ্রুপে সংঘর্ষ বাধে। এ খবর পেয়ে সেখানে জেলা ও গোয়েন্দা পুলিশ উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে আম বাগানে গুলিবিদ্ধ অবস্থায় জিয়ারুল ইসলাম ওরফে কালুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কালুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আক্তারুজ্জামান জিয়ারুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসএম/এমএইচ