Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াংগুনে দুর্ঘটনাকবলিত যাত্রীদের তথ্য পেতে হেল্পলাইন ০২৮৯০১৫৩০


৮ মে ২০১৯ ২২:৫৯ | আপডেট: ৯ মে ২০১৯ ০৩:৩৫

ঢাকা: মিয়ানমারের বিমান দুর্ঘটনাকবলিত যাত্রীদের খোঁজ-খবর পেতে স্বজনদের জন্য জরুরি হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ বিমান। ০২৮৯০১৫৩০ নম্বরের হেল্পলাইনটিতে ফোন করে স্বজনরা যাত্রীদের খোঁজ-খবর জানতে পারবেন। তবে এই নম্বরে গণমাধ্যমকে ফোন না করতে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন- ইয়াংগুনের রানওয়ে থেকে ছিটকে পড়ল বাংলাদেশের বিমান

বুধবার (৮ মে) রাতে  বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে

এর আগে, বুধবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে বিমান বাংলাদেশের বিজি-০৬০ ফ্লাইটটি (ড্যাশ-৮) অবতরণের সময় ইয়াংগুনের রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ দুর্ঘটনায় পাইলট ও এক শিশু যাত্রীসহ ১৮ জন আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের কারও আঘাত গুরুতর নয়।

আরও পড়ুন- ইয়াংগুনে যাচ্ছে বিমানের বিশেষ ফ্লাইট

বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজটিতে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দু’জন পাইলট ও দু’জন কেবিন ক্রু ছিলেন।

এদিকে, আটকা পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে জন্য ঢাকা থেকে বিমান বাংলাদেশের বিশেষ একটি ফ্লাইট যাচ্ছে ইয়াংগুনে।

সারাবাংলা/জেএ/টিআর

ইয়াংগুন বিমানবন্দর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের হেল্পলাইন হেল্পলাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর