Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউজিসির চেয়ারম্যান হলেন ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা


৮ মে ২০১৯ ১৪:৩৪ | আপডেট: ৮ মে ২০১৯ ১৪:৩৬

ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। এর আগে তিনি কমিশনের জ্যেষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (৭ মে) ইউজিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে নেন প্রফেসর ড. ইউসুফ আলী মোল্লা।

ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার চেয়ারম্যান হিসেবে প্রফেসর আবদুল মান্নানের মেয়াদ মেয়াদ শেষ হয়। একইদিন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে দায়িত্ব বুঝে নেন নতুন চেয়ারম্যান।

ড. ইউসুফ আলী মোল্লা ২০১৫ সাল থেকে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগেও অধ্যাপনা করেছেন।

সারাবাংলা/টিএস/এসএমএন

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা