Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারাবির নামাজের সময় মসজিদে ঢুকে মুসুল্লিকে কুপিয়ে হত্যা


৮ মে ২০১৯ ১৪:২৪

মাদারীপুর: মাদারীপুরে তারাবির নামাজ আদায়রত অবস্থায় মজিবর বেপারি (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৭ মে) রাত ৮টার দিকে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত মজিবর ওই এলাকার মৃত নোয়াব আলী বেপারির ছেলে। তার সঙ্গে ফুফাতো ভাই আলী আশরাব বেপারি ও লিঙ্কন বেপারির বিরোধ ছিল। এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে এর জের ধরেই মসজিদে প্রবেশ করে মজিবরকে হত্যা করা হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতরাত ৮টার দিকে তারাবির নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন মজিবর। এ সময় মসজিদের ভেতরে অর্ধশত মুসল্লি নামাজ আদায় করছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী দেশিয় ধারালো অস্ত্র নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেন। তারা মজিবরকে এলোপাতাড়িভাবে কোপাতে শুরু করেন। মজিবর দৌড়ে বাইরে চলে আসার চেষ্টা করলে মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করে ফের কোপানো শুরু করে।

এ সময় স্থানীয়দের মধ্যে হইচই শুরু হলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মজিবরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমগ্রাম ও মঠবাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এসএমএন

কুপিয়ে হত্যা তারাবির নামাজ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর