Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরেছেন নিষ্প্রাণ সুবীর নন্দী


৮ মে ২০১৯ ০৮:৪৫ | আপডেট: ৮ মে ২০১৯ ১২:১৭

ঢাকা: সদ্য প্রয়াত বরণ্যে সঙ্গীতশিল্পী সুবীর নন্দী দেশে ফিরেছেন। তবে এই ফেরা অন্য সব বারের মতো নয়। এবার শিল্পীর কণ্ঠে গান নেই, শিল্পী এবার ফিরেছেন প্রাণহীন দেহে।

বুধবার (৮ মে) সকাল পৌনে ৭টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছে সুবীর নন্দীর মরদেহ বহনকারী উড়োজাহাজটি। এরপর সেখান থেকে তাকে নেওয়া হয় রাজধানীর গ্রীন রোডের নিজ বাসায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে তাকে নেওয়া হয় ঢাকেশ্বরি মন্দির। সেখানে আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টায় শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের পর শিল্পীর মরদেহ নেওয়া হবে এফডিসিতে। এরপর তাকে নিয়ে যাওয়া হবে রামকৃষ্ণ মিশনে।

বিজ্ঞাপন

সুবীর নন্দীর মেয়ের জামাতা রাজেশ শিকদার সারাবাংলাকে এসব তথ্য জানিছেন।

রাজেশ আরও জানান, রামকৃষ্ণ মিশন থেকে মরদেহ নেওয়া হবে সবুজবাগ বড়দেশ্বরী কালীমাতা মন্দিরে। সেখানে বুধবারেই শেষকৃত্য সম্পন্ন হবে সুবীর নন্দীর।

কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীর বিদায়

মঙ্গলবার (৭ মে) বাংলাদেশ সময় ভোর ৪টা ২৬ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীর অবস্থায় মারা যান এই গুণি শিল্পী। মৃত্যুকালে সুবীর নন্দীর বয়স হয়েছিল ৬৫ বছর।

গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএএইচ) ভর্তি করা হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণ পরে হার্ট অ্যাটাক করেন তিনি। ৩-৪ মিনিটের চেষ্টার পরে হৃদযন্ত্র সচল হলে নন্দিত এই সংগীতশিল্পীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ৩০ এপ্রিল সুবীর নন্দীকে নেয়া হয় সিঙ্গাপুরে। সেদিন থেকেই শুরু হয় তার চিকিৎসা।

বিজ্ঞাপন

গত রোববার (৫ মে) তার হার্ট অ্যাটাক হয়েছে। তারপর হার্টে চারটি স্টেন্টও পরানো হয়। এরপর সোমবার (৬ মে) সকালেও আরেক দফা তার হার্ট অ্যাটাক হয় এবং মাল্টিপাল অরগান অকার্যকর হয়ে যায়।

সারাবাংলা/পিএ/এসএমএন

সংগীত শিল্পী সুবীর নন্দী সুবীর নন্দী

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর