Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু


৮ মে ২০১৯ ০১:১৮

রাজধানীর ডেমরার হাজীনগর এলাকায় সৌর বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া, আহত হয়েছেন আরও তিন জন। হতাহতরা রিসার্চ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) প্রতিষ্ঠানের কর্মচারী। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৭মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাটি ঘটে। হতাহতরা হচ্ছেন আল আমিন (২৫), আজিজুল হক (২৫), রফিকুল ইসলাম (২২), ও মনির হোসেন (২৩)।

বিজ্ঞাপন

আরডিএফ’র এক কর্মচারী মনিরুজ্জামান জানান, ডেমড়া হাজীনগর ছাপড়া মসজিদ এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে সৌর বিদ্যুতের কাজ করছিল। এ সময় তাদের হাতে থাকা একটি পাইপ বিদ্যুতের তারের সঙ্গে লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার জন আহত হয়।

পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আল আমিনকে মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিনের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। ঢাকায় তিনি সাভারে বাস করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আল আমিনের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের জরুরী বিভাগে চিকিৎসা চলছে। তাদের অবস্থা গুরুতর নয়।
সারাবাংলা/আরএ

ডেমরা বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর