Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পথচারী রোজাদারের মধ্যে ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ


৭ মে ২০১৯ ২২:১৫

ঢাকা: পবিত্র রমজান মাসের প্রথম দিনে রোজাদার পথচারীর মধ্যে ইফতার বিতরণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উল আলম।

আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই কর্মসূচির আওতায় পবিত্র রমজান মাসে ঢাকা শহরের ৯টি, চট্টগ্রামের ২টি ও খুলনার ১টি পয়েন্টে লক্ষাধিক পথচারী রোজাদারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সারাবাংলা/এটি

ইফতার ইসলামী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর