রমজানজুড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করবে ইসলামী ব্যাংক
৭ মে ২০১৯ ১৮:৩১ | আপডেট: ৭ মে ২০১৯ ২৩:০১
ঢাকা: রমজান মাসে পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণ করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার (৭ মে) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির আওতায় রমজান মাসে ঢাকা শহরের ৯টি, চট্টগ্রামের ২টি ও খুলনার ১টি সহ মোট ১২টি ট্রাফিক পয়েন্টে লক্ষাধিক পথচারী রোজাদারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
সারাবাংলা/এমও