Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদাবাজদের ধরিয়ে দিন: স্বরাষ্ট্রমন্ত্রী


৭ মে ২০১৯ ১৫:২৫

ঢাকা: আরও সাহসী হয়ে চাঁদাবাজদের ধরিয়ে দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, ‘চাঁদাবাজি কোথায় হয়, কোন জায়গায় হয় আপনারা বলুন। র‍্যাবের প্রধান এখানে আছেন, প্রতিটি জেলায় পুলিশ সুপাররা রয়েছেন— আপনারা চাঁদাবাজদের তথ্য দিন, তাদের ধরিয়ে দিন।’

মঙ্গলবার (৭ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজারে রমজান উপলক্ষে ‘পরিমিত ক্রয় ক্যাম্পেইন পোগ্রাম-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন- সৎ ব্যবসায়ীরা কোনো ভয় পাবেন না: র‌্যাব মহাপরিচালক

দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি পরিবারের ২ দিনের ইফতারের কাঁচাবাজার প্যাকেজ ১৫০ টাকায় বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। কাঁচাবাজার আড়তের সামনে পুরো রমজান মাস এই প্রোগ্রাম চলবে বলে ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহাসড়ক ও দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের বিষয়টি তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তাদের বক্তব্য শুনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চাঁদাবাজি কত প্রকার ও কী কী, সব একসময় দেখেছেন। আজ থেকে ১১ বছর আগে যদি ফিরে যান, এমন কোনো মাস ছিল না, যে মাসে কারওয়ান বাজারে হত্যাকাণ্ড হয়নি। এখন দোকানদার ও ব্যবসায়ীরা অনেক শান্তিতে ব্যবসা করছেন। এখন যদি চাঁদাবাজির কথা বলেন, চাঁদাবাজি কোথায় হয়, কোন জায়গায় হয়, আপনারা বলুন। আপনারা চাঁদাবাজদের ধরিয়ে দিন।’

আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, ‘আপনারা সাহস করে বলুন। আমি তো অনেক সময় দেখি, আপনাদের সাহসের অভাব রয়েছে। এই জায়গাটিতে আপনারা সাহস দেখিয়ে কথা বলুন। আপনাদের ভেতরে যদি দুর্বলতা থাকে, সেই দুর্বলতা ঢাকার জন্য যদি কিছু করে থাকেন, তাহলে তো স্বেচ্ছায় চাঁদা দিচ্ছেন। সে কারণে বলব, আপনারা নিজেরা চাঁদাবাজি কোথায় হয়, কিভাবে হয় আমাদের জানান, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

বিজ্ঞাপন

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ, এফবিসিসিআইয়ের বর্তমান কমিটির সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ও ক্যাবের সভাপতি গোলাম রহমান।

সারাবাংলা/ইএইচটি/টিআর

চাঁদাবাজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর