Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে


৭ মে ২০১৯ ১৫:১৪ | আপডেট: ৭ মে ২০১৯ ১৫:১৫

ঢাকা: টানা দ্বিতীয় দিনের মতো সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। মঙ্গলবার (৭ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পতন হয়েছে। দিনশেষে কমেছে আর্থিক ও শেয়ার লেনদেন। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের একই চিত্র লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৪৭ টি কোম্পানির ১২ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৬৪০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৫৭ টির, কমেছে ২৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫২ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৯ পয়েন্টে নেমে আসে। ডিএসএক্স মূল্যসূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৬১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ২২২ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইতে আর্থিক লেনদেন হয় ৪৩৩ কোটি ৫০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে, মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২৬টি কোম্পানির ৭৬ লাখ ৯২ হাজার ৯৪৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ২০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। সোমবার সিএসইতে কেনাবেচা হয়েছিল ২০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৬৩ পয়েন্ট কমে ১৬ হাজার ২৩১ পয়েন্ট নেমে আসে। আগের দিন সিএসইর সূচক ছিল ১৬ হাজার ৩৯৪ পয়েন্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/জেএএম

পূঁজিবাজার শেয়ারবাজার স্টক মার্কেট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর