Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজেরিয়ায় জলদস্যুর কবলে ৫ ভারতীয় নাবিক


৭ মে ২০১৯ ১৪:২৮

নাইজেরিয়ায় জলদস্যুরা পাঁচ ভারতীয় নাবিককে অপহরণ করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইটার পোস্টে এ কথা জানান। একইসঙ্গে, নাইজেরিয়ায় ভারতীয় দূতাবাসকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এ খবর জানায়।

সুষমা স্বরাজ টুইটারে লিখেন, জলদস্যুরা নাইজেরিয়ায় ৫ ভারতীয়কে অপহরণ করেছে, এমন রিপোর্ট আমি দেখেছি। নাইজেরিয়া সরকারের সর্বোচ্চ পর্যায়ে ভারতীয়দের মুক্তির বিষয়ে আলোচনার জন্য আমি হাইকমিশনকে নির্দেশ দিচ্ছি।

নাইজেরিয়ায় ভারতের অ্যাম্বাসেডর অভয় ঠাকুরকে এ বিষয়ে রিপোর্ট জানাতেও বলেন সুষমা।

সারাবাংলা/এনএইচ

জলদস্যু নাইজেরিয়া ভারতীয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর